আপনার নেতৃত্বের অপেক্ষায়---আগামীর বাংলাদেশ।
তুমি জেগে ওঠো আজকের হয়ে, এবার তুমি তোমার মত, তুমি বাঁধনহারা, তোমার জন্য স্বাধীনতা, তোমাকে আসতেই হবে, নতুন বাংলাদেশ তোমার অপেক্ষায়। যেখানে তোমার স্বপ্ন, তুমি বুনবে, নতুন বাংলাদেশ- আগামী বিশ্ব তোমার হাতে।
৯। মানবতাবাদ (ধর্ম)
Impact Story
বিষয়টি শুনুন

নিম্নের বিষয়টি শুনতে পারবেন।

ডাউনলোড করুন

ডাউনলোড করে পড়তে পারবেন।

Impact Story
পাশে উল্লিখিত বিষয়টি শুনুন

পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।

পাশে উল্লিখিত বিষয়টি ডাউনলোড করুন

অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।

৯। [মানবতাবাদ (ধর্ম)]

মানুষ একমাত্র তাঁর বিবেক-বুদ্ধির জন্যই সৃষ্টির সেরা জীব। প্রলোভিত না হইয়া, বিবেক-বুদ্ধির মাধ্যমে বিচার-বিবেচনা ও সিদ্ধান্ত গ্রহণ করিয়া সমাজ ও মানুষের কল্যানে (মানবতা) সত্য ও ন্যায়ের পথে সংগ্রাম করিয়া বাংলাদেশ স্বাধীনতা অর্জন করিয়াছে, এবং বৈষম্য বিরোধী আন্দোলনে নিরস্ত্র ছাত্র-জনতা ও শিশুদের প্রতি বাংলাদেশ আওয়ামী লীগ ও আওয়ামী লীগপন্থী সরকারি চাকরিজীবীদের নৃশংসতা ও হত্যাযজ্ঞের পরিপ্রেক্ষিতে মানবতার খাতিরে বাংলাদেশীরা জুলাই বিপ্লবের মাধ্যমে দুর্নীতি, অভিজাতন্ত্র ও একনায়কতন্ত্রের অবসান ঘটিয়েছে, সেই বাংলাদেশীদের ঐক্য ও সংহতি হইবে সকল ধর্মের মানবতাবাদের ভিত্তিতে এবং সুখী-সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠিত হইবে পরিবারিক, সামাজিক ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে।

“১। জাতীয়তাবাদ”,


০০।  ককককক= নতুন উপধারা বা ধারা, কককককসংযুক্ত[কককক]০০=সংশোধিত বা পরিবর্তিত, ককককক= বিলুপ্ত, ককককক= অপরিবর্তিত"